নদীঃ- কন্যা নদী ঈশ্বরগঞ্জ উপজেলার মগডুলা ইউনিয়নের কলঙ্কী নদী হইতে শুরু হয়ে মোয়াজ্জেমপুর ইউনিয়নের মধ্য ভাগ দিয়ে কানুরামপুর,কামালপুর,কালিয়াপাড়া বাজার হয়ে মোয়াজ্জেমপুর গ্রামের মধ্য দিয়ে শেরপুর এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন হয়ে নুরসুন্ধা নদীতে পতিত হয় ।
খালঃ-ঈশ্বরগঞ্জ উপজেলার মগডুলা ইউনিয়নের কাতলা বিল হয়ে মোয়াজ্জেমপুর ইউনিয়ন হয়ে কন্যা নদীতে পতিত হয়।
বিলঃ মোয়াজ্জেমপুর ইউনিয়নের মধ্য সবচেয়ে বড় বিল হল বাপাইল বিল। ইহার উৎপত্তি স্থল এই ইউনিয়নেই ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস