Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মোয়াজ্জেমপুর ইউনিয়ন

 

কালের স্বাক্ষী বহনকারী নরসুন্দার নদীর তীরে গড়ে  উঠা নান্দাইল উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মোয়াজ্জেমপুর ইউনিয়ন কাল পরিক্রমায় আজ মোয়াজ্জেমপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল

ক) নাম – ২নং   মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৬.০৬ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩১৪৫৪জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা –২৬টি।

ঙ) মৌজার সংখ্যা –২১টি।

চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার –৫৪%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৪টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –  জনাব মোঃ আবু বকর সিদ্দিক

 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – তৎকালীন মুখ্যমন্ত্রী নূরুল আমিন সাহেবের বাড়ি,এবং সাহেব বাড়ি জামে মসজিদ ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –২৩/০৬/২০০৫ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৯ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

            কাদিরপুর            কালিয়াপাড়া          কামালপুর

            কুতুবপুর            কানুরামপুর              দওপুর

           আমুদপুর              কালেংঙ্গা            মোয়াজ্জেমপুর

            সৈয়দগাঁও        উওরপালাহার           নয়নপুর

            বাহাদুরপুর           কপালহর             তসরা

           তিতকলা            চান্দুরা               চামটা

           হাটবাটি            গোসাইচান্দুরা        রামজীবনপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ৯ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

               ৪) উদ্যোক্তা - ১জন ।