হযরত শাহ জালাল (রঃ)এর নেতৃতে ৩৬০ আউলিয়ার মধ্য হযরত সৈয়দ শাহ গুরুন শাহ বুড়া পীর সাহেব একজন । তিনি ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নে সৈয়দগাঁও গ্রামে ধম প্রচার এবং ধ্যনের জন্য বসতি স্থাপন করেন। তার নাম ধরেই এই গ্রামের নাম করন করা হয় (সৈয়দগাঁও)।তিনি এখানে জিন্দা বরন করেন । পরে এখানে উনার দরবার শরীফ নিমান করা হয় । প্রতি বছর এখানে ফাল্গুন মাসে ২৮,২৯,৩০ তারিখে উরশ অনিষ্টিত হয়,এই উরশে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তদেড় সমাগম হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস